যুগান্তরে মিশে আছে তোমার পায়ের ছাপ
সেই পদছাপে পা মিলিয়ে মুছে যদি পাপ!
সে আশাতে মহাকালে পা বাড়ালাম
মনে রেখো ছিন্ন-রেণু, আমিও ছিলাম।

যেমন করে সপ্তডিঙা ভাসে জলের তোরে
আমিও যেন আছি মিশে শঙ্খচিলের ভিড়ে,
যেমন করে সন্ধ্যা শিশির মিশে ধানের শীষে
আমার সব ভাসিয়ে দিলাম তোমার আলোয় মিশে।

অবশেষে দেখি ফিরে, যা কিছু দিলাম
কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম
শূন্য হাড়ি ফুটো থালা, আমার কিছু নাই
দিয়ে গেলাম যা ছিল মোর, সবি যেন ছাই!!