সময়ের স্রোতে কত ফুল ভেসে যায়;
বেদনায়!
কে রাখে কার খোঁজ?
একটি ফুল হারালে গাছের কি হয় তাতে!
পৃথিবী থাকে না থেমে কারও অজুহাতে...