স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে
এখনো ভোর হয়নি!
পঞ্চাশ বছর পেরিয়ে এখনো আঁধারে গর্ভের শিশু;
পোশাকে পোশাকে এখনো রক্তের দাগ...
নষ্টের মুখোশে আজো স্বৈরাচারী কীটের অবাধ বিচরণ,
এখনো আমার মায়ের আঁচলে পশুর দুর্গন্ধ
মাটি রক্তে ভেজা....
কবরের মাটি লাফিয়ে ওঠে
শ্মশান ওঠে চিৎকার করে
এখনো আগুন মেঘে মেঘে
দুঃসংবাদ দুঃসংবাদ গুঞ্জন ওঠে হাওয়ায় হাওয়ায়।।
স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে
সুদিনের অপেক্ষায় কোটি কোটি প্রাণ..;
তবুও মায়ের গর্ভের সন্তান, জানেনা খবর
কবে আসবে খুশীর দিন-
একটা নতুন ভোর।।