তোমাকে ভুলতে গেলে আজো
স্নায়ুর ভেতর একটি অপরাজিতা ভেসে উঠে
শীতের সকালে গোলাপের পাপড়ি যেমন
রোদের আলোতে ঝিকমিক করে ওঠে
তেমনি বুকের ভেতর আলো ছড়িয়ে দেয় একটি মুখশ্রী।।
তোমাকে ভুলতে গেলে আজো
টিনের চালে বৃষ্টির শব্দের মতন
হৃৎপিন্ড জুড়ে শব্দ শুনি সংখ্যাহীন,
দেখি বুকের ভেতর ফণা তুলে
দাঁড়িয়ে আছে একটি প্রেমের পালক।।
তোমাকে ভুলতে গেলে আজো
বুকের ভেতর চিৎকার করে ওঠে অদ্ভুত কণ্ঠ
মায়া পাখিরা বাজাতে থাকে নীল কষ্টের গিটার
বাঁশের বাঁশিতে উঠে যায় নীল কণ্ঠের বিষাক্ত সুর।।
তোমাকে ভুলতে গেলে আজো
নিজের ভেতর নিরন্তর খুন হতে থাকি আমি
দেখি রক্তের ভেতর শুয়ে আছে অজস্র অলস স্মৃতি
হাড়ের ভেতর চিৎকার করে ওঠে একটি নীল দীর্ঘশ্বাস।।