কবিতাঃ- আর এক নাম
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০৯/০৮/২০
””””””””””””””””””””””””””
ভালোবাসার অপর নাম যদি কষ্ট হয়
ভালোবাসা না হয় তোমারি থাক
আমি শুধু কষ্ট টাই নেব।।

গোলাপের আর এক নাম যদি কাটা হয়
গোলাপ তোমারি রবে
কাঁটার আঘাত না হয় আমিই সয়ে যাব।।

জীবনের আর এক নাম যদি যুদ্ধ হয়
তোমারই জীবন সুন্দর হোক
আমি যুদ্ধে মরতে মরতে বেঁচে রবো।।