ভুলো মন:
মানুষের ভুলো মন
এটাও যে এক খেলা নিয়তির;
আসলে সব কথা মনে রাখতে নেই,
কিছু কথা ভুলে যাওয়াটাই স্বস্তির।
ভাগ:
জীবন এখন ক্ষয়ে যায়
অচেনা ব্যস্ততায়
ভাগ হয়ে গেলে পথ
দু'জন চলি দুজনের রাস্তায়;
চেনা মুখ চেনা আয়নায়
সময়ের ব্যবধান ঝাপসা হয়ে যায়।
ঘর:
কার জন্য দুঃখ পুষ বুকের ভেতর!
শুধু রাত্রি জানে, কতটা গোপনে
ডানা ভাঙ্গা জোনাকির ভেঙে যায় ঘর।