চাঁদ উঠেছে
ফুল ফুটেছে
ঈদ এসেছে
ঈদ এসেছে,
গ্রাম-শহরের
খুশির জোয়ার
গরিব ধনী  
জ্ঞানী-গুণী
পোলাও গোশত
খাবে দোস্ত
আনন্দ তাই
সবার মনে
উঠে ধ্বনি
জনে জনে
ঈদ এসেছে
ঈদ এসেছে।।