আমার এই ধানক্ষেত পুড়ে বৃষ্টিভেজা আগুনে
তোমার সর্ষের ঘরে আলো আর আলো
পোড়া হাড়ির ভেতর প্রেম জাগে না আর ফাগুনে
তোমার বহিরঙ্গেতে লাগাও কত রঙ ঝাঁঝালো!
তোমার ফ্রেন্ড লিস্টে আমার নাম কাটা
আমি এখন লাল পিঁপড়েদের দলে
আমি না হয় শিখে যাব একলা পথ হাঁটা
ফুল ভারা বসন্ত এখনো বোবা ক্যালেন্ডারে ঝুলে।।
পিঁপড়েরা পায়ে পায়ে এগিয়ে যায় ঠিক পথ চিনে
ডানা ভাঙ্গা ফড়িং মুখ থুবড়ে পড়ে উড়ন্ত আফসোসে
লাল দোপাটি নীল হয়ে যায় গত জন্মের ঋণে
উইপোকা শেষে আগুনেই ঝাঁপ দেয় কামকল্পদোষে।।