রঙ্গমঞ্চের এই পৃথিবীতে সবাই
দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে
কেবলই দৌড়াচ্ছে অবিরত...

কেউ দৌড়াচ্ছে প্রেমের ই পিছনে
কারো পেছনে দৌড়াচ্ছে প্রেম
কেউ দৌড়াচ্ছে প্রেমিক হতে
কেউ দৌড়াচ্ছে প্রেমিক হয়ে
কেউ বা দৌড়াচ্ছে প্রেমের গরলে
কাৎরাতে কাৎরাতে।

কেউ দৌড়াচ্ছে টাকার ই পেছনে
কারো পেছনে দৌড়াচ্ছে টাকা
কেউ দৌড়াচ্ছে টাকার ঝাঁজ
সইতে না পেরে।

কেউ দৌড়াচ্ছে স্বপ্নের ই পেছনে
কারো পেছনে দৌড়াচ্ছে স্বপ্ন
কেউ বা দৌড়াচ্ছে স্বপ্ন ভেঙে গেছে বলে।

কেউ দৌড়াচ্ছে সময়ের পেছনে
সময় দৌড়াচ্ছে কারো পেছনে
কেউ দৌড়াচ্ছে সময় কে হারিয়েই ফেলে
মহাকালের স্রোতে।

এ যেন অবধারিত
জন্ম মানেই দৌড়াতে হবে
কেবলই দৌড়াচ্ছে মানুষ....
সময়ের সাথে পাল্লা দিয়ে
জন্ম থেকেই-মৃত্যু পর্যন্ত
বিজয়ের লাল ফিতা ছুঁতে।।