ঘুড়ি উড়তে উড়তে
পিঠের উপর লেগে যায় অদৃশ্য সুতোর টান
সব শব্দ তালিকায় জমে যায় মায়া
যেন পেন্ডুলামে ঝুলে থাকা এক জলজ আকাশ
ডানাহীন পাখি হয়ে বৃষ্টির মতোই
এক ঝাপটায় ছিটকে পড়ে মাটিতে।
অদৃশ্য মায়ায় যদি ঢেকে রাখে জীবনের বাঁক
বিধ্বস্ত কঙ্কণ হয়ে যায় যুদ্ধ ও জীবনের ধারাপাত...

আমরা মূলত কোনদিন দূরে ছিলাম না
ছিলাম না কোনদিন খুব কাছে
নদীর দু'কুল যেমন কাছে থাকে
মাঝখানে শুধুই বয়ে যায় অঝর নদী।