কবিতাঃ- দহন-৪ (অণু কবিতা)
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২১/০৮/২০
””””””””””””””””””””
দুঃখের আঁধারে ডুবেছে এই হৃদয়
বুকের প্রকোষ্ঠ পুড়ে হয় ছারখার
মসৃণ তন্দ্রার ঘোরে ই তবুও যেন
একটা নারী ফিরেই আসে বারবার।।