কবিতাঃ- দহন-৩ ( অনু কবিতা)
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২০/০৮/২০
””””””””””””””””””””
আজ তুমি বহু দূরে
হূদয় হয়েছে যেন বিরহে আকুল
বেদনার চোখে আকেঁ ভ্রম
বাতাসে উড়ে বেড়ায় সর্ষেরই ফুল।।