কবিতাঃ- দহন-১
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৪/০৮/২০
””””””””””””””””””””””””””
আজ তুমি বহু দূরে
আকাশের হৃদয় জুড়ে
শুধুই খুঁজে চলেছে প্রেম;

আমি মাটিরই পৃথিবীতে
অতৃপ্ত হৃদয় জুড়ে প্রতিনিয়তই
অনলে-অনিলে দগ্ধ হই।।