তুমি চলে গেছো বলে
বিষন্নতায় ছুঁয়ে যাওয়া আকাশটা
কবেই শ্রাবণ সন্ধ্যা হয়ে ঝরে গেছে..
তবু এই পাঁজরের শ্বাসকষ্ট কেউই শুনেনি
কেউ শুনবে না কোনদিন!
শুধু কলুষিত হাত,
আর একটা হাতের জন্য অপেক্ষা করে করেই
এক সময় নিজের পরিচয় ফিকে হয়ে যাবে,
তারপর..
ঘন নীল কুয়াশার ভিড় কমে গেলে
অন্ধকারের আতর মাখা রাত কিনে নিয়ে যাব;
জোনাকি যেখানে ঘর বিক্রি করে
আমিও ঘুমাবো..
অস্থির বক্ষের কষ্টটা লুকিয়ে শুধু
হৃদয়টা রেখে যাব পরবর্তী প্রজন্মের হাতে..।।