আমাদের আকন্ঠ কেবলই তৃষ্ণায় পুড়া
তোমাদের শহর জুড়েই জলের প্লাবন
আমাদের বুকের মাটি রসহীন ঝুরঝরা
তোমাদের বাড়ির পাশে এলাচ দানার বন।
নুন পান্তা কিছুই নেই আর বাকি
আমাদের আর বাঁচা মরা
সময়ের সংলাপে এখন শুভঙ্করের ফাঁকি
ডিজিটালের গল্প শোনায় ডাকহরকরা।
আমাদের রান্নাঘর শিকেই তোলা থাক
তোমাদের বেঁচে থাকাটা খুব জরুরী
বিদেশি টিভিতে উড়ছে কেবল কাক
আমরা আজও তোমাদের গল্পই পড়ি।
ফুটো থালা শূন্য হাড়ি হাওয়া খেয়ে বাঁচি
মুখ বন্ধ, চোখ অন্ধ এইতো ভাই বেশ আছি।