বহুদিন আমি জীবনের পথে হাঁটি না,
খুব ভোরে জেগে উঠে একদিন
আমিও যে যাব জীবনের কাছে,
জীবনটাকে তখন
অপ্রয়োজনীয় সহজ সুন্দর মনে হবে
জীবন অপ্রয়োজনীয় হলেই বুঝি সুন্দর হয়!
পৃথিবীর এ পান্থশালায়
ঝাঁকে ঝাঁকে মানুষ কেবল দৌড়ে যায়
যদিও শেষ গন্তব্য জানেনা কেউই-
হয়তো কারোই পৌঁছানোর কোন স্থান নেই,
তারা নেই
তবু অহেতুক ভালো থাকার কোরাসে
সবাই দৌড়ায়
অতঃপর সেই শঙ্খনীল কারাগারে
বিরান উপত্যকার এ বন্দি শিবিরে
কেউ কেউ ভালো থাকে
কারো কারো আবার ভালো থাকতে হয়...
আর এখন আমিও তাই,
নিয়ম করে রোজ, ভালো থাকার প্রয়োজনে
জীবনের কাছে যাই।।