-ওই যে মেঘের রাজ্য, নীলাকাশ
ওপারে রোদ্দুর............!
-তুমি থেমে গেলে কেন
আমার যে অলস দুপুর;
-এই সুনীল-বিশাল বুক মায়া চোখ,
বল খুঁজে কারে??
-আমার ভরা নদী জল নূপুর
প্রেম বুনেছি ওপারে;
-ওই দিগন্তের সিঁদুর রাঙা বিকেল,
বল কার কথা কয়??
-শূন্যতার ভেতরে পূর্ণতা খুঁজে
মায়া সমুদ্রে জোনাকি হৃদয়।
-তুমি বড্ড হেঁয়ালি! আমি দিগন্তের মেঘ,
বৃষ্টি হয়ে ঝুম ঝুম নামি;
-আমি চাতক পাখি, তোমার মেঘ-বৃষ্টি
রোদ্দুরের অপেক্ষায় বিছিয়ে রেখেছি এ হৃদয় ভূমি।।