কবিতাঃ- তুমি সরিয়ে নাও তোমার ওই চোখ
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০৪/০৮/২০
””””””””””””””””””””””””””
তুমি সরিয়ে নাও তোমার ওই চোখ
ওই চোখে তাকাবোই না আমি আর
তোমার ঐ বিস্ফারিত চোখ জাদু জানে
তোমার চোখে তাকালে
অবিশ্রান্ত বজ্রপাত হয় এই হৃদয়ে আমার।।
তুমি সরিয়ে নাও তোমার ওই চোখ
তোমার ওই দুটো বেসামাল চোখেতে
দেখেছি আমি আমার সর্বনাশ;
তোমার ওই চোখে তাকালে উত্তেজনা বাড়ে
মনে হয় বুকের ভেতর হাতুড়ি পেটায়
বন্ধ হয়ে আসে আমার নিঃশ্বাস।।
তুমি সরিয়ে নাও তোমার ওই চোখ
ওই চোখে আঁকবো না আর প্রেমে পাখি
তোমার ওই চোখ আমার হৃদয় করেছে নিঃসঙ্গ
তবুও ভালো আছি একা! আমি একাই থাকি।।