কেমন আছি নাই বা জানলে
তবু,
ভর ফাগুনে হঠাৎ যদি একলা লাগে
আনমনেতে মনের ভেতর
বিষন্নতার মেঘ ডেকে যায়,
রাত দুপুরে ঘুমের ঘোরে
ভীষণ যদি মনে পড়ে
আমায় ডেকো,
কোকিল হয়ে তোমায় তখন গান শোনাবো।

কেমন আছি নাই বা জানলে
তবু,
ঘোর শ্রাবণে হঠাৎ যদি
শীতল জলে ভিজতে চায় মন
আমায় ডেকো,
বৃষ্টি হয়ে তোমার শরীর ভিজিয়ে দেব।

কেমন আছি নাই বা জানলে
তবু,
মাঘের শেষে ভীষণ শীতে
হঠাৎ যদি তোমার শরীর কেঁপে ওঠে
আমায় ডেকো,
শীতের কাঁথা হয়ে আমি তোমায় উষ্ণ ছোঁয়া দেব।