আমি যেন প্রতিবার একই লেন ধরে হাঁটছি!
আমার চারদিকে এত হট্টগোল যে
আমার নিজের কণ্ঠ আমি নিজেই চিনতে পারছিনা;
কেউ বলছে বাড়ি যাও,
কেউ বলছে সামনে দিকে এগিয়ে যাও
সামনে লাল রঙ স্বপ্ন ভরা ফাগুন।
কেউ বলছে না নাহ! স্বপ্নের দরজা বন্ধ
তুমি হারিয়েই যাবে অবাস্তবে;
তার চেয়ে তুমি বাড়ি যাও
বাস্তবের ঠিকানায়।।
কী আশ্চর্য!
আমি যেন নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছি এখনো
গন্তব্য খুঁজতে গিয়েও ঠায় দাঁড়িয়ে আছি প্রবল বাঁধায়,
স্বপ্ন যেন একটা দুর্গন্ধযুক্ত সোনার হরিণ
তবু সবাই চাটছে;
আমি অনীহার অনলে পুড়ে যাচ্ছি প্রতিনিয়ত
স্বৈরাচারী সময় আমার গায়ের পরিয়ে দিচ্ছে নষ্টের মুখোশ..
চারদিকে যেন এক আবছা আঁধার
তবুও আমি কেমন মোহিত হচ্ছি সেই আঁধারে....।।