আমার বুকেতে কাঠ ফাটা রোদ্দুর
তোমার বুকেতে সিন্ধু সরোবর
তোমার বুকে উড়ে প্রজাপতি
আমার বুকে ছুটে দুরন্ত অশ্বখুর।।