বুকের মধ্যে একটা পাহাড়
বেদনাতে হয়েছে নীল
হৃদয়ের নীল রক্ত চুষে
তুমি হলে গাংচিল।।

বুকের মধ্যে আগুন জ্বলে
দেখনি সেই আগুন তুমি
শুধু একটা হৃদয় পুড়ে
হয়ে গেছে মরুভূমি।।