আমার বুকের সেই আবাদি জমিটার কথা তো
তোমাকে বলিনি……
এখন সেখানে বহু জল জমে আছে
এক সময় জমিটা অনেক উর্বর ছিল
এক সময় জমিটা অনেক মসৃণ ছিল
এক সময় এখানে চাষ করা হতো
মুঠো মুঠো হাসি,
এক সময় এখানে চাষ করা হতো
একগুচ্ছ নির্মল আনন্দ,
এক সময় এখানে চাষ করা হতো
গোলা ভরা সুখ,
এক সময় এখানে চাষ করা হতো
লাল নীল হলুদ সবুজ
আরও যে কত রকমের স্বপ্ন।।
এখন বুকের জমি টা তে
হাজার হাজার কিউবিক্
জল জমে আছে,
এখন সেখানে সারি সারি
শুভ্র হাসি রোপণ করলে
দুঃখের গাছ জন্মায়।
এখন সেখানে আনন্দের চারা রোপণ করলে
বেদনার মস্ত এক গাছ বেঁড়ে উঠে;
এখন সেখানে জমে আছে
জল;
হাজার হাজার কিউবিক্ জল।।