ব্রহ্মপুত্রের পাড়ের মায়াবী কিশোরী
হৃদয়ের ব্যথা তুমি কোথায় লোকাও?
পায়ের নিচে মরা কাশ ফুলে শিশিরের মতো রক্ত
তোমারই সুস্নিগ্ধ যৌবন ছিঁড়ে খায় কিছু আহত শকুন
হৃদপিণ্ড গিলে খায় তবু কিছু দস্যু শঙ্খচিল!
ব্রহ্মপুত্রের পাড়ের মায়াবী কিশোরী
হৃদয়ের ব্যথা তুমি কোথায় লোকাও?
হিজলের পুড়া হৃদয়ের গন্ধে ব্যতীত হয় কাকের দল।
বিরাগিণী ঝিঁঝিঁ পোকার হাহাকার শুনে শুনেই
চতুর শিয়াল জুড়ে দেয় অবিকল মায়া কান্না;
তোমার হৃদয়ের স্পন্দন তখন
আরশোলার মত গর্তে লুকাতে চায়!
ব্রহ্মপুত্রের পাড়ের মায়াবী কিশোরী
হৃদয়ে ওই ব্যথা তুমি তখন কোথায় লোকাও?
নদীর ব্যথা বুঝি ওই খানে পাল ভাঙ্গা নৌকায়?
কার জন্য ভালোবাসা পুষে রাখে বুকে!!
তরুণ কিশোরের বিশ্বাসী হাতটাও যখন
অজানা নিদারুণ মহাকালে ছেড়ে যায় ;
ব্রহ্মপুত্রের পাড়ের মায়াবী কিশোরী
হৃদয়ে ওই ব্যথা তুমি তখন কোথায় লোকাও?