দুঃসংবাদে জড়িয়ে গেছে আজ বৃহন্নলা পৃথিবী
অভিশপ্ত নক্ষত্রের নষ্ট ভ্রূণ ঢুকে গেছে রক্তে রক্তে,
আগুন-আগুন, শুষ্ক ঠোঁটের কিনারায় নগ্নতা
নারী মাংসের স্বাদ জেনে গেছে নপুংসক..
নষ্ট আত্মা গিলে খাচ্ছে সারল্য শরীর;
সমস্ত পুরুষ আজ প্রেমিকার বিছানা গুছিয়ে
চলে গেছে ব্রোথেলের পথে।।
নগ্ন অতিথিশালায় অভিশপ্ত আত্মার মিছিল,
উথলিত পুরুষাঙ্গ জাপ্টে ধরে আছে স্বাধীনতা;
ঝুপড়ি ঘরের বারান্দায় পতাকা সেজেছে বাসি অন্তর্বাস
মাগির দালাল বনে গেছে রাজনৈতিক নেতা,
তবুও তো এগোচ্ছে দেশ মিথ্যে কথার মারপ্যাঁচে...
শুধু বৃহন্নলা পৃথিবীটা একদিন
কাগজের নৌকার মতোই
ভেসে যাওয়ার অপেক্ষায় আছে, বীর্যের সাগরে।।