স্মৃতির পাতায় বৃষ্টি দুপুর চারু মেয়ের
পথটি চেয়ে
আজও আমি তরুণ তাপস অপেক্ষাতে
একলা পথিক
দুপুর রোদে দীপ্ত সুরুজ তবু আমি
অপেক্ষাতে
রাত-বিরাতে ঘোর আঁধারে বসে থাকি
একলা আমি
বুকের ভিতর জ্বলে আগুন দিবা-নিশি
নিঃসঙ্গতা
বুকের ভেতর তপ্ত সুরুজ জ্বালিয়ে দিলো
একটা আকাশ
তবু আমি ক্লান্ত প্রেমিক আজও আছি
অপেক্ষাতে
বুকের ভেতর অন্ধ কুঠির কষ্টে ঘেরা
গৃহস্থলী
ঘূর্ণি ধুলো বুকে ব্যথায় পল অনুপল ঝড়
উঠে যায়
চারু মেয়ে তুমি বিনে স্মৃতির পাতায়
বৃষ্টি দুপুর
আজও যেন অপেক্ষাতে ঝরতে থাকে
রাত বিরাতে।।