সবুজ সাপের মত লকলকে এ জীবন!
কোমল সকাল খুঁজি নির্জন দুপুরে;
আমার স্নায়ুতে আজও অনর্গল ছোবল মারে
অজস্র অলস স্মৃতি
কৈশোরের কোন এক বিধ্বস্ত শহর।।
হৃদয়ের খামে মাঝ রাতে চিঠি আসে
আমি মোহ হীন জেগে থাকি,
আমার চারপাশে সফেন সুখ সমুদ্র
ভেতরে শিশির পার ভাঙ্গে...
আমি পরিচয় খুঁজি সেই মোহনীয় প্রেয়সীর।।
এখনও ইতিহাসে অসমাপ্ত আমি
অনেক আকাশ না পাওয়ার ব্যর্থতায় ঝরে পড়ে
কালের যাত্রায় ভাসি অলৌকিক অন্ধকারে
তবু আজও গোলাপের মতো
হৃদয়ের কোণে বসে থাকে কোন এক উজ্জ্বল রমণী।।