এক নদী জল ভুল সাগরে ঢেলে দিয়ে
আমি এখন ভীষণ রকম তৃষ্ণাকাতর,
যত্নে জমা ফুল গুলো সব ভুল মানুষে বাড়িয়ে দিয়ে
আমি হলাম সুবাস হীনা একটা পাথর।
এক জীবনে কত মানুষ এলো-গেলো
স্বার্থ শেষে সবাই হারায়
নিজের পথে পা বাড়ায়,
আমায় ছেড়ে আমিই কেবল যাইনি কোথাও।
এখন আমার একলা দুপুর
জমা রাখি নিজের কাছে,
একলা একা আকাশ দেখি
ফুল এবং পাখি দেখি
বুকের ভেতর কান্নাগুলো
ঘুমহীন রাতের নিকট জমা রাখি।
এখন আমার মেঘলা দু'চোখ
নিজের আলোয় ভাসতে জানি
এখন আমি নিজেকে যেন
নিজেই ভাল বাসতে জানি।।