হাওয়া এসে মেঘ কে খুব ডাকাডাকি শুরু করল...
-এমন হুলস্থুল ডাকছ কেনো?
-আমার বুকের ভেতর তেরো নদীর ঢেউ
-আমিও তো ডুবি ভাসি সেই ঢেউয়ে!
- তাহলে চলো হারাই
- কোথায় যাবে?
- তোমায় নিয়ে পড়ব ঝরে পাহাড় কিনারায়,
অথবা গহীন অরণ্যের ঝর্ণা ধারায়...
- চলো যাই
-আবার কোথায়
- যেদিকে দুচোখ যায়
ভাসতে ভাসতে বাঁধবো ঘর
যেভাবে ঘর বাঁধে আদিম যাযাবর
হৃদয় মাঝে অতল সমুদ্র গহীন বালুচর।।