তুমি রক্ত টেনে টেনে মোটা তাজা হও
শুধু আমাদের রক্তশূন্য দেহ ঠাণ্ডা হয়ে গেলে
ফেলে দিও পিতামহের কড়মের কাছে;
আমাদের বৃদ্ধ স্বদেশ, নবান্ন, ধানক্ষেতে
মাটির হাড়ির ঘ্রাণ বহুদিন শুঁকি না আমি
মাটির সানকিতে বহুদিন খাইনা নুন লঙ্কা মাখা পান্তা ভাত।
আদিম অন্তরীক্ষে আমাদের মৃত্যু ঝুলে থাক
তুমি আমাদের সকল রক্ত চুষে নাও
তোমাকে অভিবাদন তোমাকে ধন্যবাদ,
ওগো রুগ্ন কবি
আমাদের স্বপ্ন গুলোকে টুকরো টুকরো করে
ছিটকে ফেলে দাও আদিম থেকে আদিমে
এবার আমরা সকলেই খেতে বসব এক টুকরো আগুন।।