ওগো কাজল চোখের মেয়ে তোমারই অপেক্ষায়
বহুকাল পথ চেয়ে বসে আছি আমি....
ভোরের শিশির শেষ হয়ে দুপুরের ঝাঁজালো রোদ্দুর
বিষণ্ণ বিকেল মাড়িয়ে দিগন্তে শেষ আলো নিভে যায়
আমি পথ চেয়ে থাকি, ভ্রম জমে চোখে..
সেই ষোড়শী বালিকা
আলতা রাঙা পা চালতাফুল খোঁপায়
আদিম কুমারী সভ্যতার মায়াবী কাজল চোখ
চঞ্চলা হরিণী মায়াবীনি, সেই হাসির ঝিলিক
চুল তার কবেকার কৃষ্ণ লতা
সন্ধ্যার আঁধার নামা মহুলের বনে।।
ওগো কাজল চোখের মেয়ে,
ওগো মায়াবীনি,
ওগো চঞ্চল হরিণী,
ওগো আঁধার কালো চুলে লাবনী লতা,
আজও আমার বুক চিরে ঝরনা নামে তোমার নামে
আজও নামে বৃষ্টির ঝাপটা মেঘের খামে,
আজও আমার বুকের ভেতর খেলা করে আদিগন্ত মাঠ
মাঠের পাশে সজল দীঘির শান বাঁধানো ঘাট
সেই ঘাটে বসে আকাশ দেখে একটা চারু মেয়ে
আমার অমল আকাশ, সেই আকাশ জুড়ে
নাটাই ছেঁড়া একটা ঘুড়ি আজো উড়ে।।