আজ বিষন্নতায় ছুঁয়েছে যে কবির রাফখাতা,
সেই জানে......
নষ্ট জুঁই ফুলের নিঃসঙ্গ প্রজাপতিটার মানে;
তুমি তো কেবল কাশফুলের দোল খাওয়া পাখি
ঘাসের বুকে শিশির দেখে চমকে উঠো
সবুজ প্রেমের আলিঙ্গনে জড়ানো মাধবীলতার পাপড়ি দেখে
পাখির কণ্ঠে কণ্ঠ মিলাও।।
চৈত্রের দাবদাহে রুক্ষ শুকনো কাঠ
জীর্ণ পাতা;
কাঠখোট্টার আহুতি,
বুকের ভেতর নীল পাথর ভাঙ্গার শব্দে
আহত রাখালের খবর
জানে কেবল তার সেই বিষন্ন বাঁশি।।