স্বপ্নলোক ভেবে আমি ছুঁয়ে দিতে এসেছি যে মাটি
দশ মাস দশ দিন পরে
শান্তিময় সে জঠর ছিড়ে,
এসেই দেখছি ভোরের সন্ন্যাসীর গাজন শেষে
পথ খুঁজছে এই ভূগোল ছেড়ে পালাবার...
এসেই দেখছি কিছু শিশু আর পশুদের মুখ
মিথ্যে মিথ্যে অহংকার বোধে কিছু পশু
হাঁটছে বুক ফুলিয়ে-
আর শিশুদের ক্রন্দন থামছেই না
আকাশে বাতাসে আহাজারি...
বিষাক্ত পোকাদের লোলুপ জিব বের করে আছে
শিশুদের রক্ত চুষে নিতে;
এ কেমন আজব দেশ দেখালে গো মা?
রাশি রাশি দুধের কলস ভেবে আমি
এসেই দেখছি সব মরা কাশফুল,
পালাতে চেয়েও পাইনি পালাবার পথ খুঁজে
হাতে ধরে মা গো এবার আমায় স্বর্গে তোল।।