আমি প্রিয় গোলাপ বিক্রয় করতে চেয়ে ছিলাম
তোমার মনের কাছেই, প্রেমের দামে
তুমি দর কষাকষি করে ফিরে গেলে!
শুনেছি এখন তুমি প্রিয়া গোলাপ ভেবে
কিনে নিয়েছো ধুতরা ফুল।।
নতজানু আমি তোমার মনের অভিসারে
চেয়ে রইলাম অপলক
পালক বিহীন এক পাখির মতই
মন বিহীন বিষাদ নিয়ে।।
তুমি যদি ধুতরা ফুলেই ভালো থাকো!
আমি না হয় আমার প্রিয় গোলাপ গুলি
পায়ের নিচে মাড়িয়ে যাব;
তারপর হৃদয়ের কোনে
একবিন্দু অশ্রুর আর্তনাদ রেখে
লিখে যাবো শত বিষাদের পাণ্ডুলিপি।।