"""""""""""""""""""""""""""
সেই শেষ দেখা
কান্নার স্রোতেই ভেসে গেল
আমার বিমূর্ত নৌকা।।

আমি নোনা জল ঢেকে রাখি
আমার ভেতরে লুট হয়
ঝাঁক ঝাঁক মায়া পাখি।।

নিঃশব্দেই ভেঙ্গে যায় হৃদয় আমার
নিভু নিভু সেই স্বপ্ন প্রদীপের আলো
ঝড়ে ধ্বংসস্তূপ প্রেমের খেয়া-পারাপার।।

পৃথিবী আলো হীন অস্থির
আধ খানা চাঁদ বিহ্ববল অন্তরালে
আমি বিষাদের পাণ্ডুলিপি লিখি এই পৃথিবীর।।