""""""""""""""""""""""""""""""
প্রিয়তমা আমার তুমি সুখী হও;
গতানুগতিক ছকে
প্রেমের সাপ-লুডু খেলতে আমি অপারগ বলে
আজ প্রেমের বিজয় কেতন উড়িয়ে
উল্লাস করে উদ্ধত বিশ্ব বাটপার।।
তুমি বড় বেশি উন্মাদিনী...
তাই নষ্ট মেঘের বুকে এঁকে দিয়েছো
চিকন হাতের পরশ মাখা প্রেমের ট্যাটো,
এখন আমি এই বজ্রযোগিনী আকাশের বুকে
প্রতিনিয়তই লিখে যাই বিষাদের পাণ্ডুলিপি।।