কবিতাঃ- বিষাদের পাণ্ডুলিপি-২
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০৬/০৮/২০
””””””””””””””””””””””””””
বালিকা তোমাকে ভালবেসে পেয়েছি অশ্রুর ফোঁটা
ঠোঁটের কিনারায় খট্‌খটে রোদ, বেদনার রংধনু
হৃদয় কোটরে মেঘ দের অট্টহাসি
অন্ধ হৃদ চোখে নেমে আসা দাবানল, অগ্নিকুণ্ড।।

বালিকা তোমাকে ভালবেসে পেয়েছি অপেক্ষার প্রহর
চৈত্রের রোদে ঝাপসা চোখের প্রজাপতি হৃদয়
বেসুরে গলায় তালমাতাল, উন্মাদ বাউল
মুখ থুবড়ে পড়ে থাকা হৃদয়ের সেলুলয়েড।।

বালিকা তোমাকে ভালবেসেই পেয়েছি দীর্ঘশ্বাস
স্টেথোস্কোপের ঊর্ধ্ব গতির স্পন্দন, ব্লাড প্রেসার
এলোমেলো রাস্তায় হেঁটে চলা বিষণ্ণতা
স্বপ্নের জালে আবদ্ধ মাছের শব্দহীন বেদনা।।

বালিকা তোমাকে ভালবেসেই হয়েছি ইতিহাস
সহস্র নক্ষত্রের আনাগোনা দেখি, দুপুর রোদ
ডায়েরির পাতা ভরে যায় অশ্রু জলের কান্নায়
গুমট শহরে আগ্নেয়গিরি বিস্ফোরণ,তারপর ইতিহাস।।