কবিতাঃ- বিষাদের পাণ্ডুলিপি
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৮/০৭/২০
””””””””””””””””””””””””””
প্রিয়তমা,
তোমারই শূন্যতায় আমি
আঁধারে নিমগ্ন পাখি
এখন আমার এ মরচে ধরা বুকে
স্বপ্নের খামখেয়ালি কোলাজ আঁকি।।
দিক ভ্রমি প্রদীপ্ত হৃদয় আজ
বরফ চাপা সমুদ্রে হয়েছে অনিকেত;
নীল জলে এখন আমার
রঙিন স্বপ্নের সলিল সমাধি, শ্বেত।।
বিষন্নতার পৃথিবীতে আমি
নিয়ত বিষাদের প্রেমিক হই,
দুঃখে ভরা রাত্রির ভাজে ভাজে এখন
ছরিয়ে দেই বিষাদেরই পাণ্ডুলিপি।।