কবিতাঃ- বিষাদ -৮
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১২/০৭/২০
””””””””””””””””””””””””””
ভালোবাসা গিলে খেয়ে আজ
হৃদয়ে জেগেছে দূর্বাঘাস;
মধ্যরাতে জেগে উঠে-
নীল চাঁদের মায়ায় তবু ফিরে আসি..
সাদা বেড়ালের আলিঙ্গন দেখে আমি
দাঁতে দাঁত চেপে শব্দ করে হাসি।
চারদিকে এত আলোড়ন
সানাইয়ের সুরেই হৃদয়ে বাড়ে কম্পন;
সকলেই ভালোবাসা পায়!!
নেশায় অস্থির আমি বুঁদ হয়ে থাকি..
বুক ধরফর করে
শরীরেই অস্থিরতা বাড়ে
হৃদয় তবুও পড়ে থাকে শূন্যতায়,
আমি মরে যাবো, মরে যাবো একদিন
এক বুক শূন্যতা নিয়ে কি বাঁচা যায়?