প্রিয়তমা,
টুকরো টুকরো
ভাঙা কাঁচ দেখেছো কখনো?
কেমন অবলীলায় পড়ে থাকে
আনাচে-কানাচে, ময়লার স্তূপে..
তেমনি আমার হৃদয়টা
ভাঙা এক টুকরা কাঁচের মতই
টুকরো টুকরো হয়ে পড়ে আছে
একটা জীবন্ত শব দেহের ভেতর-
শুধু তোমার অবহেলায়।।