আজও আমার নয়ন দুটি
তোমায় শুধু খুঁজে
স্মৃতির পাতায় তোমায় দেখি
আজও দুচোখ বুঝে।।
আজও তোমায় খুঁজে হৃদয়
স্মৃতির পাতার ভিড়ে
কবে তুমি আসবে ফিরে
আমার হৃদয় নীড়ে?
আমার এখন দিন কেটে যায়
দুঃখ পুষে বুকে
আমার বুকে আগুন জ্বলুক
তুমিই থাকো সুখে।।