তুমি হীন এ হৃদয় আজ অস্পাদিত
তবু তো বেঁচেই আছি,
নীলিমা কে ভালোবেসে
শূন্য হয়েছে আকাশ
তবু আকাশ আছে আজও
নীলিমার কাছাকাছি।।