বেদনায় ঘিরে আছে
আমার সমস্ত কিছু
আমার ভেতর আমার বাহির।
আমার হৃদয়ে সব কটা
শিরা উপশিরা
ধমনী লোহিত রক্ত কণিকায়
সর্পের বিষের মত শুধু
বিষাদের গহীন বিস্তার…….
বেদনা জড়িয়ে আছে
আমার সমস্ত দেহ
আমার ঠোঁট আমার চোখ
আমার হাত, পা, আঙ্গুল আমার নখ
রক্তে আমার জমেছে কালকূট
দুঃখে ভরা খরস্রোতা নদী
আমার সমস্ত আপাদমস্তক।।