কবিতাঃ- বিরহী হৃদয়
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০২/০৮/২০
””””””””””””””””””””””””””
আমার এই সবুজ হৃদয়ের মাঠ
তুমি! তুমি ভাসিয়েছো দুঃখের প্লাবনে  
আমার প্রেম তৃষ্ণার্ত হৃদয়ে ঢেলেছ গরল
বুকের প্রকোষ্ঠ পুড়ে দাউদাউ আগুনে।।

আমার জীবনের করিডোরে রক্তাক্ত নীল মেঘ
নিঃশব্দেই ঢেকে আছে মৃত্যুময় রাত
প্রেমের লোভ দেখিয়ে দেখিয়ে অবশেষে
বাড়িয়ে দিলে মড়ক, লাল পিঁপড়ের মতো হাত।।

শুকিয়ে গেছে অশ্রু ফোঁটা, আসে না চোখের জল
আকাশ ডেকে গেছে কালো মেঘের ছায়ায়
হৃদয় ক্রমশ কৃষ্ণ পক্ষ আমাবস্যায় বিহ্বল
আশ্চর্য ঘোর; হৃদয় তবু যেন তোমাকেই চায়।।