"""""""""""""""""
বিড়াল ছানা
বিড়াল ছানা
মিউ মিউ ডাকা
তোমার মানা।।
দুষ্টুমিতে তুমি পাকা
তোমার জ্বালায়
যায় না থাকা...
হেথায় হোথায়
দাও যে হানা
নাচ শুধু তানা না না।।
ও মা দেখো!
রাগ করেছে মিষ্টি বিড়াল
পাখা থাকলে দিতো উড়াল..
চুপটি করে অভিমানে
বসে আছে ঘরের কোণে।।
রাগ করোনা
বিড়াল ছানা
মিষ্টি করে হাসো...
ভাতের থালা
দিলাম তোমায়
এবার খেতে এসো।।