যে শিশুটি আজ জন্ম নিয়েছে
সেও জানে পৃথিবীতে কি ভয়ানক ব্যস্ততা
লাভ-ক্ষতির গোলকধাঁধায়
সবাই ছুটছে অবাঞ্ছিত গন্তব্যে
অনিকেত পথে যেতে যেতে কোথাও কোথাও
ঝরে পড়ে ডানার পালক, সেলাই করা স্মৃতি
অবশেষে থমকে দাঁড়ায়
হিমোগ্লোবিন ভেজা নিঃশ্বাস
অতঃপর
নিঃশর্তে, নিঃশব্দে মিশে যায় জন্মের মাটিতে।।
(আজ আমার জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে তাই তাদেরকে আমার হৃদয় থেকে বলতে ইচ্ছে করছে...
"আজ আমার এ জন্মদিনে
ধন্য আমায় করেছে যারা, শুভেচ্ছায়
তোমাদের প্রতি আমার প্রীতি
ঝরে যেন সর্বদায়।।
আমি ভাই নগন্য অতি
বুকের পাঁজরে প্রজাপতি উড়ে রোদ্দুর...
তোমাদের এই শুভ কামনায় প্রভাতের শুভ্র মায়ায় মিশে
আমি হেঁটে যেতে চাই বহুদূর।।)