তোমাকে পাওয়ার আগে আমি যে যাযাবর ছিলাম
ছিলাম একাকী ছায়াহীন হেঁটে যাওয়া ক্লান্ত পথিক
তুমি সঙ্গী হওয়ার আগে আমি নিখোঁজ ছিলাম
ভুল পথে ভুল হাওয়ায় হারাতাম দিক।।

তোমাকে দেখার আগে আমি যে অন্ধ ছিলাম
দেখিনি গোলাপ আর ভ্রমরের খেলা হলুদ দুপুরে
তোমাকে শোনার আগে আমি বধির ছিলাম
শুনিনি অমৃত বাণী, পৃথিবী সৃষ্টি প্রেমের অভিসারে।।

তোমাকে ছোঁয়ার আগে স্পর্শ কি বুঝিনি
বুঝিনি স্পর্শের মানে হৃদয় জুড়ে এক পৃথিবী সুখ
তোমাকে ভাবার আগে প্রেম কি বুঝিনি
বুঝিনি প্রেম মানে সুখের নদী, স্বপ্নে ভরা বুক।।

তুমি ছিলে না বলে আমার আকাশ মেঘলা ছিল
তুমি এলে তাই বুঝি আজ হৃদয় সুখের বৃষ্টি এলো।।