আমি এক হতাশায় দুমড়ে যাওয়া আগুন পাখি
আমি উড়ে যেতে যেতে ডান কষে যায়
শীতের বিকেলে মরা রোদ, আমি কাল ইতিহাস
আমি আকাশে ধূসর মেঘ, অস্তমিত এক সূর্য
আমাকে ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না
আমার বুকে স্তিমিত গভীর জলের মাছেদের কান্না
হৃদয়ের কোনে ঢুকে গেছে মরচে ধরা শোকার্ত আগুন
ফুসফুস ভর্তি গলিত লাভার স্রোত
আমার রক্তে প্রতিটা বিন্দু
জাপ্টে ধরে আছে পরিত্যক্ত চিমনির কালী।।
আমি জেনে গেছি!
তোমাদের গায়ে গিরগিটির রংবাজি,
আমাকে ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না আর
আমি জঠরের দিকে ফিরে যাব মৃত্যুর কফিনে;
ঈশ্বর জানেন
অতঃপর মুক্তি
তোমাদের...