তুমি ভালবেসেছ বলে বুঝেছি আমি
পৃথিবীতে আজো ভালোবাসা আছে,
মানুষ কাউকে চায়!
ঝিনুকের গায়ে আলপনা আঁকার মতোই,
ঝিনুক না পেলে শঙ্খ কে ঝিনুক ভেবে নিতে হয়;
কি চেয়েছি কি পেয়েছি
সেই সব হিসাব করে বয়সই বারে শুধু
তার চেয়ে ভালোবাসাই শ্রেয়।
শুনেছি বুকের ভেতর কিছু পাথর থাকা ভাল
যেমন কিছু অভিমান প্রেম কে গভীর করে তুলে
তুমি অভিমান করেছ বলেই বিরহ কি বুঝেছি।
তুমি ভালবেসেছ বলেই
আমি হেমলকের শহরে অমৃত খুঁজে পেয়েছি,
বোঝেছি, ভালোবাসা আছে বলেই
পৃথিবীতে আজও টিকে আছে প্রাণের চিহ্ণ।।