এই যে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন
ভালোবাসি বলেই, এত কিছু সহ্য করি,
এইসব অপমান, অবহেলা, যন্ত্রণা!
যতবার আঘাত করেছেন,
ততবার নিজেকে বলি 'ভালোবাসি তো'
ভালবাসলে অপমান-অবহেলাও সুখের মনে হয়...

ভালোবাসি বলেই এত ঘৃণা করার অধিকার পেয়েছেন।
যদি ভালো না বাসতাম,
তবে হয়তো কষ্টগুলো এত গভীর হত না।
আপনার অশ্রুত অপমান,
আসতো না এমন বেদনা হয়ে।

তবে,
তবে দেখবেন, ঠিক একদিন-
সব অধিকার ছিন্ন করে 'ভালোবাসি না' বলে দেব;
তখন কিছুই থাকবে না আর,
মৃদু বাতাসের মতো, হৃদয়ের কোন এক কোণে
আমাকে হারানোর এক টুকরো নিঃশব্দ কষ্ট ছাড়া।
____________√√√___________